ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের জমে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন। এই মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তার আগে রোববারই দেশে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এদিনই গণমাধ্যমের মুখোমুখি হয়ে উইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানালেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহীর সেই আলাপচারিতা তুলে ধরা হলো এখানে-
কোয়ারেন্টাইন শর্তের কারণে এখনো অনুশীলনে যোগ দিতে পারেন নি জাতীয় দলের দুই কোচ। তাদের জন্য কি শর্ত শিথিল হবে?
আমাদের যেসব ব্রিটিশ নাগরিক এই সিরিজ সামনে রেখে বাংলাদেশ সফর করবেন তাদের জন্য কোভিড প্রোটোকলের জন্য কিছু বিধিনিষেধ আছে। এ ব্যাপারে ইতোমধ্যে সরকারের কাছে আমরা আবেদন করেছি। খুব শিগগিরই হয়তো আমরা অনুমোদনটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা পরপর দুইটা টেস্টে নেগেটিভ হওয়ার পর সরকারের অনুমতি সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন।
ওয়েস্ট দল তো চলে এসেছে…
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। আমাদের নির্ধারিত যে কোভিড প্রটোকল সে অনুসারে তারা হোটেলে অবস্থান করছেন। আগামীকাল তাদের একটা টেস্ট হবে এরপর আগামী ৭২ ঘন্টার মধ্যে আরেকটা টেস্ট হবে। পরপর দুইটা করোনা টেস্টে নেগেটিভ হলে সরকারের অনুমতি সাপেক্ষে তারা অনুশীলনের জন্য মাঠে আসতে পারবেন।
বর্তমান কোভিড প্রোটোকলে যেসব বিধিনিষেধ আছে, যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতেই কোথাও কোথাও আমাদের সমন্বয় করতে হচ্ছে। এই জিনিসগুলো আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই করছি। এগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, শুধু বাংলাদেশ না যেখানে যেখানে ক্রিকেট ইভেন্ট হচ্ছে সেখানেই কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এডজাস্টমেন্ট হচ্ছে। সুতরাং এটা নিউ নরমাল প্রসিডিউরের মধ্যেই আসবে। এগুলো আমাদের এভাবেই সমন্বয় করতে হবে।
বায়ো বাবল চলছে। তবে ইনডোরের আশেপাশের দোকান খোলা। বিষয়টাকে কিভাবে দেখছেন?
বিষয়গুলো কিন্তু আমাদেরও দৃষ্টিতে আছে। আর বিষয়গুলো আমরা সেভাবেই অ্যাড্রেস করি যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসা যায় পুরো বিষয়টার উপর। এবং সেভাবেই আমাদের টিমটা কাজ করছে। আপনি অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে আমরা যেকোন সময়ের তুলনায় এখন বেশি সতর্ক। সেটা স্টেডিয়াম বা তার আশেপাশের স্থানগুলো আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। সুতরাং এখানে কিছু কিছু জিনিস আসবে, আস্তে আস্তে আমাদের এসব মানিয়ে নিতে হবে।
ওয়ানডে ম্যাচের সময় সাড়ে ১১টায়। সাধারণত ডে নাইট ম্যাচে সময়টা একরকম হয়না, অন্যদিকে ডে-নাইট ছাড়া ম্যাচগুলো আরও আগে শুরু হয়। কিন্তু সাড়ে ১১ টায় কেন?
অনেকগুলো বিষয় এখানে কনসিডার করা হয়েছে, ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করেই এ সিদ্ধান্তগুলো হয়। সে ক্ষেত্রে ম্যাচ সূচিটা সেভাবেই করা হয়েছে। দর্শকদের ব্যাপারে আমাদের কোন সিদ্ধান্ত হয়নি এখনো পর্যন্ত। ইতোপূর্বে যে সিদ্ধান্ত ছিল সেটাই বহাল আছে। সেভাবেই আমরা খেলা পরিচালনা করবো। সাধারণ দর্শকদের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা কোভিড প্রটোকলের কারণে উন্মুক্ত রাখার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়ে দল ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে..
অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটীয় সম্পর্ক সেটাকে মূল্যায়ণ করে তারা যে বাংলাদেশ সফর করছে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা দেশই একেকটা সফরের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সে ক্ষেত্রে আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট যারা আমাদের সহায়তা করছেন, সরকারে বিভিন্ন মন্ত্রনালোয় বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর তারা আমাদের সার্বক্ষণিক সহয়তা করছেন এই কোভিড প্রোটকল মানিয়ে খেলাটা কিভাবে চলানো যায় সে বিষয়ে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই।
Discussion about this post