ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেট বাংলাদেশে অন্যরকম এক আবেগের নাম! দল জিতলে গোটা জাতিই মেতে উঠে উল্লাসে। আবার হারলেও নেমে আসে হতাশা, আক্ষেপ। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানেই উপচে উঠা গ্যালারি। রোববার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও দেখা গেল তেমনই দৃশ্য!
হোম অব ক্রিকেটের গ্যালারিতে হাজারো ক্রিকেটপ্রেমী। গ্যালারি পূর্ণ। পুরো স্টেডিয়াম বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে মুখরিত। নানান বয়সের মানুষ এসেছেন সাকিব আল হাসানদের সমর্থন দিতে। তাইতো সাকিব-মোহাম্মদ সাইফউদ্দিনরা উইকেট পেতেই আনন্দে মাতেন তারা।
কিন্তু মাঠের ক্রিকেটে অবশ্য তেমন ভাল করতে পারেনি বাংলাদেশ। বল হাতে সাইফউদ্দিন ঝড় তুলে চার উইকেট নিলেও মোহাম্মদ নবির ব্যাটিংয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে আফগানরা তুলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৬৪ রান। নবি ৫৪ বলে ৮৫ রানে অপরাজিত ।
এরপর ব্যাটিংয়ে টপ অর্ডাররা হতাশ করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ রানে ফিরলেও অন্যরা উইকেটে আসা-যাওয়ার দায়টুকু যেন সারেন।
Discussion about this post