ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতেই পথ হারাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এরপর আর সেই ধাক্কা সামলে উঠা হলো না। শেষ অব্দি মিজানুর রহমানের ব্যাটিং ধরা দিল দারুণ এক জয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭ উইকেটে জিতেছে তারা।
সোমবার ১৮১ রানের টার্গেটে খেলতে নেমে ৭৯ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় ব্রাদার্স। এরই পথ ধরে টানা দ্বিতীয় হার দেখল প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন শেখ জামাল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদি হাসানের বোলিংয়ে চাপে পড়ে শেখ জামাল। ৯ ওভারে ১৬ রানের মধ্যে হারিয়ে ফেলে তিন উইকেট। এরমধ্যে ৬৪ বলে তিন চারে ৪২ রানের ইনিংসে দলকে ১৮০ তুলতে সাহায্য করেন ইলিয়াস সানি।
মেহেদি ২৫ রানে নেন ৩ উইকেট। শাখাওয়াতের শিকার তিন উইকেট।
জবাবে নেমে শুরুতে জুনায়েদ সিদ্দিককে হারায় ব্রাদার্স। তবে মিজানুরের ব্যাটে ৭১ বলে খেলা ৭১ রানের ইনিংস দল তুলে নেয় দুর্দান্ত জয়। চিরাগ জানি করেন ৬৬ বলে অপরাজিত ৫০ রানে। ইয়াসির ৩৫ বলে ৩২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৭.৫ ওভারে ১৮০ (ইমতিয়াজ ০, হাসান ৬, রাকিন ৩৪, নাসির ৭, তানবীর ৩২, সোহান ১৬, জিয়া ১২, সানি ৪২, শহিদুল ১০, শাকিল ১৫, আফ্রিদি ১*; শরীফ ২/৩৫, মেহেদি ৩/২৫, শরিফউল্লার ১/৪১, শাখাওয়াত ৩/৩৫)
ব্রাদার্স ইউনিয়ন: ৩৬.৫ ওভারে ১৮৩/৩ (মিজানুর ৭১, জুনায়েদ ৮, হামিদুল ১৯, জানি ৫০*, ইয়াসির ৩২*; শহিদুল ২/৩০, শাকিল ০/৩২, জিয়া ০/২৫, আফ্রিদি ০/৩০, তানবীন ১/৫১, নাসির ০/১৫)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মিজানুর রহমান
Discussion about this post