এমন কিছু হতে যাচ্ছে- আগে থেকেই অনেকটা পরিষ্কার ছিল! শেষ অব্ধি মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। শনিবার সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।
এশিয়া কাপের স্কোয়াডে আছে আরও দুই চমক। জায়গা পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। রিয়াদ তো নয়ই, সৌম্য সরকারও জায়গা পাননি স্কোয়াডে।
তবে দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এটাই বড় চমক! তবে রিয়াদ নেই, এটা অনেকের কাছে অপ্রত্যাশিত!
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড-
সাকিব আল হাসান, লিটন দাশ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।
Discussion about this post