ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের ছন্দ খুঁজে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত খেলে যাচ্ছে যুবারা। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পেয়েছিল ৬ উইকেটের অনায়াস জয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেও নিউজিল্যান্ডের যুবাদের সেই একই সাফল্য পেয়েছে সফরকারীরা। এবারও দল জিতল ৬ উইকেটে।
বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। অবশ্য দশ জিতলেও আক্ষেপ সঙ্গী হয়েছে মাহমুদুল হাসান। এক রানের জন্য পেলেন না শতরান। ৯৯ রানে ফেরেন এই ব্যাটসম্যান।
ম্যাচটিতে জয়ের জন্য অবশ্য বড় টার্গেট ছিল না বাংলাদেশের। ৫০ ওভারে চাই ২৪৩ রান। ওপেনার টমাস জোহরাবের সেঞ্চুরির পরও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে বড় সংগ্রহ গড়ে পারেনি। এরপর টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় জুনিয়র টাইগাররা।
টস ভাগ্য ছিল নিউজিল্যান্ডের পক্ষে। শুরুটা অবশ্য মন্দ ছিল না তাদের। ওলি হোয়াইটের সঙ্গে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে এগিয়ে নেন টমাস জোহরাব।এরমধ্যে ১৪২ বলে ৮ চারে ১১২ রান করেন জোহরাব। ৪১ রানে ২ উইকেট শিকার করেন মৃত্যঞ্জয়।
জবাব দিতে নেমে শুরুতেই ফেরেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন (৬)। এরপরই তানজিদ দ্রুত রান তুলতে থাকে। অন্যপ্রান্তে মাহমুদুলের শুরুটা ছিল ধীর গতির। ৪৭ বলে হাফসেঞ্চুরি করেন তানজিদ। তিনি ফিরতেই ভাঙে ৯৬ রানের জুটি। ৬৩ বলে ৫ চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন তানজিদ।
তারপর তৌহিদ হৃদয়ের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদুল। হৃদয় ফেরেন ৪০ রানে। শেষ অব্দি মাহমুদুল ১২৫ বলে ৯৯ রানে আউট। তিনি ফিরলেও শাহাদাত হোসেন ও শামিম হোসেন দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
বার্ট সাটক্লিফ ওভালে রোববার হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৬ (হোয়াইট ৩০, জোহরাব ১১২, আনসেল ২০, ক্লার্ক ১৩, ম্যাকেঞ্জি ১৫, ভিশভাকা ১০, সানডে ২৯* প্রিঙ্গল ৫*; তানজিম ৯-০-৪৪-১, শরিফুল ১০-০-৬০-১, শামিম ১০-০-৩৫-১, মৃত্যুঞ্জয় ৭-০-৪১-২, রকিবুল ১০-০-৪০-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ২৪৩/৪ (তানজিদ ৬৫, পারভেজ ৬, মাহমুদুল ৯৯, হৃদয় ৪০, শামিম ১৫*, শাহাদাত ৪*; ম্যাকেঞ্জি ৭-০-৩৯-২, হ্যানকক ৮.৩-০-৪১-১, অশোক ১০-০-৫২-১)
ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
Discussion about this post