ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার আর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো না! লক্ষ্য পূরণ করে হাসিমুখ মাহমুদুল হাসান জয়ের। আগের ম্যাচে ৯৯ রানে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু রোববার সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার। তার শতরানেই নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারাল বাংলাদেশের যুবারা। এই জয়ে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগের ম্যাচেই বার্ট সাটক্লিফ ওভালে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েন মাহমুদুল। যুব ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন নার্ভাস ৯৯ রানে। যা কীনা যুব ওয়ানডে ইতিহাসে পঞ্চম ঘটনা। মাহমুদুল হাসান জয় ৯৫ বলে ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ১০৩।
রোববার ম্যাচ জিততে টার্গেট ছিল ২২৪ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৫ ওভারেই ২ উইকেটে করে ১৫৩। শেষ অব্দি ৮ উইকেটের অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার যুবারা।
ক্রাইস্টচার্চের লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। জুনিয়র টাইগারদের বোলিং দাপটে বেশি দূর যেতে পারেনি কিউইরা। প্রথম ২৫ ওভারে ৯৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। তারপর অবশ্য ফার্গাস লেলম্যান দারুণ দক্ষতায় দলকে পথ দেখান। দলের ২২৩ রানের মধ্যে তার ব্যাটে অপরাজিত ১১৬! ১৩৩ বল খেলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় এই রান করেন তিনি।
অভিষেক দাস ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৮ রানে নেন ২ উইকেট। তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদও দুটি করে উইকেট নিয়েঠেন।
জবাবে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা অবশ্য ভাল ছিল না। ওপেনার অনীক সরকার শান্ত ১ রান করে ফেরেন সাজঘরে। তারপর পথ দেখান ওপেনার তানজিদ হাসান এবং ওয়ানডাউন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৪ বলে ৬৫ রান করেন তানজিদ হাসান ১০৩ রান মাহমুদুলের ব্যাটে। তৌহিদ হৃদয় করেন ৫১ রান।
সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১৩ অক্টোবর, লিঙ্কনের বাটসার্টক্লিফ ওভালেই।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২২৩/৮ (লেলম্যান ১১৬*, ডিকসন ২৩*, অভিষেক দাস ২/২৮, তানজিম ২/৪৬, হাসান মুরাদ ২/৫৬, শরিফুল ১/৪৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২২৯/২ (৩৬.৫ ওভারে, মাহমুদুল হাসান জয় ১০৩*, তৌহিদ হৃদয় ৫১*, ক্লার্ক ১/৪৬)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয়
সিরিজ: ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ
Discussion about this post