শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। রুবেল হোসেন ও শুভাশিস রায় চৌধুরীও নেই দলে।
অনেক প্রতীক্ষার পর দলে ফিরেছেন নাসির হোসেন। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এর আগে মাহমুদউল্লাহ ও মুমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে দলে জায়গা পাননি। বাংলাদেশের শততম টেস্টে খেলা হয়নি এই দুই ব্যাটসম্যানের। এদিকে ইনজুরি কাটিয়ে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন পেসার শফিউল ইসলাম। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।
অন্যদিকে দীর্ঘ বিরতির পর স্বপ্নপূরণ হচ্ছে নাসিরের। নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পেলেও ব্যাট হাতে নামা হয়নি তার। সেই ২০১৫ সাল থেকে টেস্টের বাইরে আছেন তিনি। ১৭ টেস্টের ক্যারিয়ারে নাসির সর্বশেষবার খেলেছিলেন ২০১৫ সালে। ঢাকায় প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
দলে জায়গা ধরে রেখেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে অজিদের বিপক্ষে উইকেটের পেছনে তার থাকার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে অধিনায়ক মুশফিকুর রহীম শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন।
এদিকে গত শুক্রবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়া দল। এসময় এলিট ফোর্সের প্রায় ৩০০ সদস্য তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল।
২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, তাসকিন আহেমদ, নাসির হোসেন।
Discussion about this post