ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুযোগটা ভাল করেই কাজে লাগালেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দলে নিতেই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস জয়ের দেখা পেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে সেন্ট কিটস। এবারের সিপিএলে নিজের প্রথম ম্যাচ জয়ে রঙীন করে রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচটাতে একেবারে মন্দ খেলেন নি সেন্ট কিটসের হয়ে মাঠে নামা মাহমুদউল্লাহ। ১০ বলে এক চার ও এক ছক্কায় তুলেন ১৬ রান। বল হাতে এক ওভারে করে দেন মাত্র ৫ রান। উইকেট পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার।
পোর্ট অব স্পেনে টস ভাগ্য সঙ্গে ছিল না মাহমুদউল্লাহদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্যাট্রিয়টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২০৩ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানে আটকে যায়।
ক্রিস গেইলের দল যদিও শুরুতে চাপের মুখেই ছিল। দলীয় ৩ রানে ২ ব্যাটসম্যান আউট। তারপর অধিনায়ক ক্রিস গেইল ও ডেভন থমাস বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করেন। গেইল ৩০ বলে ৩৫ ও থমাস ৩৪ বলে ৫৮ রান করে ধরেন সাজঘরের পথ।
কার্লোস ব্রাফেট দুর্দান্ত ব্যাটিং করেছেন। ১৫ বলে ৫ ছক্কায় ৪১ রান তুলে দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। মাহমুদউল্লাহ ১০ বলে এক চার ও এক ছক্কায় ১৬ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে ফিরেন।
এরপর জবাবে নেমে তেমন কিছুই করা হল না ত্রিনিবাগোে। শুধু লড়েছেন কেভন কুপার ২২ বলে ৪২ রান করেন তিনি। ড্যারেন ব্রাভো ৪১ ও কলিন মানরো ৩৫ রান করেন।
Discussion about this post