ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতেই নতুনের জয় জয়কার! মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞ দলটাই কীনা হেরে গেলো নবীনদের কাছে। তারকায় ঠাসা দলটাকে হারিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত একাদশের তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর।
রোববার বিসিবি প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে হারাল শান্ত একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষকে ১৯৬ রানে আটকে রাখে শান্তর দল। এরপর ৫৩ বল বাকি রেখেই তারা জয়ের বন্দরে নোঙর করে!
যদিও হোম অব ক্রিকেটের কঠিন উইকেটে মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল শান্ত একাদশ। এরপর ষষ্ঠ উইকেটে হৃদয় ও শুক্কুর গড়েন ১০৫ রানের জুটি। দল পায় সহজ জয়। হৃদয় করেছেন দুটি করে চার ও ছক্কায় ৫২ রান। শুক্কুর ৬ চারে ৫৬ রানে অপরাজিত।
ম্যাচে শুরুতে বল হাতে দুর্দান্ত দাপট দেখালেন তাসকিন আহমেদ তিনি নেন দুটি করে উইকেট। দুই পেসার আল আমিন হোসেন ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।
টস জেতা মাহমুদউল্লাহ একাদশের হয়ে একমাত্র ফিফটি করেন খোদ অধিনায়ক। ইমরুল কায়েসের ব্যাটে ৪০। পেসার ইবাদত হোসেন নেন ৩ উইকেট। ৮০ বলে ফিফটি করেন মাহমুদউল্লাহ। শেষ অব্দি ৮২ বলে ৫১ করে আউট।
শান্ত একাদশের হয়ে শুরুটা করেন সাইফ হাসান ও সৌম্য সরকারে। সাইফ (১৭) ভাল শুরু করে দ্রুত ফেরেন সাজঘরে।
সৌম্যও (২১) বেশিদূর যেতে পারেন নি! ব্যর্থ মুশফিকুর রহিম। দল যখন চাপে তখন পথ দেখান হৃদয় ও শুক্কুর। তাদের ব্যাটেই জয় নিয়ে মাঠ চাড়ে শান্তর দল।
সংক্ষিপ্ত স্কোর-
মাহমুদউল্লাহ একাদশ: ৪৭.৩ ওভারে ১৯৬ (লিটন ১১, নাঈম ৯, মুমিনুল ০, ইমরুল ৪০, মাহমুদউল্লাহ ৫১, সোহান ১৪, সাব্বির ২২, আমিনুল ৬, আবু হায়দার ১৪*, রকিবুল ১৫, রুবেল ১; তাসকিন ১০-০-৩৭-২, আল আমিন ১০-১-৪০-২, মুকিদুল ৯-০-৪৪-২, নাঈম ১০-১-৩৯-১, রিশাদ ৮-০-৩৩-০, সৌম্য ০.৩-০-১-১)।
শান্ত একাদশ: ৪১.১ ওভারে ১৯৭/৬ (সাইফ ১৭, সৌম্য ২১, শান্ত ২৮, মুশফিক ১, আফিফ ৪, হৃদয় ৫২, শুক্কুর ৫৬*, নাঈম ৭*; রুবেল ৭-১-৩১-০, আবু হায়দার ৫-০-২৯-০, ইবাদত ৯-০-৪৬-৩, মাহমুদউল্লাহ ৭-১-২৭-১, রকিবুল ৮-১-৩৩-১, আমিনুল ৫.১-০-৩১-১)
ফল: শান্ত একাদশ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়
ব্যাটসম্যান অব দা ম্যাচ: ইরফান শুক্কুর
বোলার অব দা ম্যাচ: তাসকিন আহমেদ
ফিল্ডার অব দা ম্যাচ: রিশাদ হোসেন
Discussion about this post