মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে দল থেকে বাদ নাকি বিশ্রামে? এই প্রশ্নের উত্তর পুরোপুরি মিলছে কোথায়? আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই তিনি। সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেই রিয়াদ।
জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে বিকল্প ক্রিকেটার প্রস্তুত করতেই। সোমবার মাহমুদউল্লাহকে দলে না রাখার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুমন বলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছি এই সিরিজে। কারণ, মাহমুদউল্লাহ পরীক্ষিত ক্রিকেটার। তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে তারা আগেও খেলেছে, তার কিন্তু ওখানে যেয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই।’
আয়ারল্যান্ড সিরিজের এই দলে নতুন মুখ জাকির হোসেন। দলে ফিরলেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। মাহমুদউল্লাহর জায়গায় রাব্বি এসেছেন। সুমন বলছিলেন, ‘তার (মাহমুদউল্লাহ) জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে। তাও খুব বেশি না একজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। সম্ভবত তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ, তার জন্য বিশ্বকাপ নতুন কিছু না। যদি কোনো কারণে বিশ্বকাপের আগে কেউ ইনজুরিতে পড়ে, আরও দুই একটা জায়গা হয়তো আমরা দেখবো সামনে, সেক্ষেত্রে যাকে নিয়ে যায় সে যেন প্রস্তুত হয়, সেটারই চেষ্টা চলছে এই সিরিজে।’
ইংল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহ তিন ম্যাচে করেন ৭১ রান। টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ, টি-টুয়েন্টিতে জায়গা হারিয়েছেন। এবার কী ওয়ানডে থেকেও বাদ পড়ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার?
আয়ারল্যান্ড দল ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে রয়েছে। সিলেটে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। তারপর ২০ ও ২৩ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
বাংলাদেশ ওয়ানডে দল-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, জাকির হাসান।
Discussion about this post