ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি নিয়েই বিশ্বকাপ মিশনে গিয়েছিলেন তিনি। চোটের সঙ্গে আপোষ করে খেলে যাচ্ছিলেন। কিন্তু এবার আর পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠের বাইরে থাকতে হচ্ছে জাতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে। খেলতে পারছেন না মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে। যদিও অনুশীলনে ফিরেছিলেন তিনি। তারপরও টিম ম্যানেজম্যান্ট জানাল তার বদলে খেলবেন সাব্বির রহমান।
সোমবার এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘বর্তমানে মাহমুদউল্লাহ যে অবস্থায় আছে তাতে কালকের (মঙ্গলবার) ম্যাচ খেলতে পারবে না। কারণ ওর ফিটনেস আপ টু দ্য মার্ক না। যেহেতু ইনজুরি রয়েছে সেহেতু আর কিছু করার নেই। সে হিসেবে খেলার কোনো সম্ভাবনা নেই।’
মাহমুদউল্লাহর বদলে কে খেলবেন এনিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘তার জায়গায় কে খেলবে সেটি নিয়ে এখনও আলাপ আলোচনা সেভাবে হয়নি। অনুশীলন শেষে টিম মিটিংয়ে আলোচনা হবে। রিয়াদের জায়গায় একজন ব্যাটসম্যান তো খেলবে অবশ্যই।’
তবে মাহমুদউল্লাহ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন।
২৪ জুন সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে মাহমুদউল্লাহ চোট পান কাফ মাসলে। তারপরও ব্যাটিং করে যান। রান নেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ২৭ রানের ইনিংস খেলা এ ডানহাতি ব্যাটসম্যান পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। তারপর লড়াই করেও ফিটনেস সার্টিফিকেট পেলেন না রিয়াদ।
Discussion about this post