আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ-বাংলাদেশ ক্রিকেটের জন্য এক গভীর আঘাত। ধারাবাহিক ব্যর্থতায় চাপে থাকা দলটির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ, যেখানে টস হেরে ব্যাটিংয়ে নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
অফ-ফর্মের এই সময়ে নির্বাচকেরা দলে এনেছেন কিছু নতুন মুখ। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েই আজই অভিষেক হচ্ছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। ওপেনার সাইফ হাসানের হাত থেকে ওয়ানডে ক্যাপ গ্রহণের মধ্য দিয়ে তিনি হয়ে যাচ্ছেন বাংলাদেশের ১৫৪তম ওয়ানডে ক্রিকেটার।
২৬ বছর বয়সী মাহিদুল দেশের হয়ে ২০২৪ সালে টেস্টে অভিষেক করেছিলেন, তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি বেশ অভিজ্ঞ-৯৬ ম্যাচে চার সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন ৪৪.৫৩ গড়ে।
দীর্ঘদিন ধরেই ওয়ানডে ছিল বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফরম্যাট। কিন্তু গত এক বছর ধরে এই ফরম্যাটেই যেন হারিয়ে গেছে পুরনো ছন্দ। সর্বশেষ ১২ ওয়ানডেতে ১১টিতেই হার, যার মধ্যে রয়েছে চারটি পরপর সিরিজ পরাজয়। আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয় ছিল চোখে পড়ার মতো-শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হারের লজ্জা। সেই হতাশা এখনো গায়ে লেগে আছে দলের, যা কাটিয়ে উঠতে হলে আজ প্রয়োজন মানসিক দৃঢ়তা ও পেশাদার মনোভাব।
দলে দীর্ঘদিন পর ফিরেছেন সৌম্য সরকার, যিনি ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন। মাঝের সারিতে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজের দায়িত্ব হবে ব্যাটিং অর্ডার সামলানোর। উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন নুরুল হাসান সোহান, যদিও মাহিদুলও দলে আছেন বিকল্প হিসেবে। বোলিং আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।
মিরপুরের উইকেট বরাবরই অনিশ্চিত। ধীরগতির পিচে ব্যাটসম্যানদের জন্য টিকে থাকা কঠিন, আবার শুরুতেই বোলাররাও বাড়তি সহায়তা পান না। ফলে রান তোলার চেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধৈর্য ও কৌশল। আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর এবার তাই বাংলাদেশের সামনে কেবল প্রতিপক্ষ নয়—নিজেদের সঙ্গে লড়াই জেতারও চ্যালেঞ্জ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার , মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
Discussion about this post