ঠিক যেন স্বপ্নের মতো শুরু। প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে নেমে ঠিক প্রথম ওভারেই উইকেট। ইনিংসের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি তাসকিন আহমেদের। বল স্টাম্পে টেনে আনলেন লোকেশ রাহুল। ব্যস, বোল্ড! ম্যাচের প্রথম ওভারেই তুলে নিলেন উইকেট! বিস্ময়কর সাফল্য! তারপর অবশ্য ব্যর্থ বাংলাদেশ। বৃহস্পতিবার হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে ভারত ১ম ইনিংসের ৩ উইকেট হারিয়ে ৯০ ওভারে করল ৩৫৬ রান।
টেস্টে বাংলাদেশের বাংলাদেশের পথচলায় এনিয়ে মাত্র পঞ্চমবারের মতো প্রথম ওভারেই উইকেট এলো। এর অঅগে বাংলাদেশকে টেস্টে প্রথম ওভারে উইকেট এনে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেটা ২০০১ সালে। মাশরাফির ক্যারিয়ারের তৃতীয় টেস্ট। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে ফলো থ্রো ক্যাচ নিয়ে ফিরিয়েছিলেন লু ভিনসেন্টকে।
৬ বছর পর আবার সেই মাশরাফিই চমক দেখালেন। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট। ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরকে অঅউট করেন তিনি।
প্রথম ওভারের উইকেট পাওয়ার তৃতীয় কীর্তিটিও মাশরাফিরই। চট্টগ্রামে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রসন্ন জয়াবর্ধনেকে চতুর্থ বলে এলবিডব্লিউ করেন এই পেসার।
শাহাদাত হোসেন রাজীব ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে আউট করেন ভুসি সিবান্দাকে। এবার সেই কীর্তি গড়লেন তাসকিন।
Discussion about this post