বুধবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। প্রথম দিনই চমক ছিলেন মাশরাফি বিন মর্তুজা! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, কিংবদন্তি এই ক্রিকেটার যোগ দিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জে! সন্দেহ নেই অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নিয়ে বেশ চমক দেখালো সাবেক চ্যাম্পিয়নরা!
দুই দিনের এই দলবদল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। ডিপিএলের আসন্ন মৌসুমের জন্য প্রথম দিনের দলবদল সম্পন্ন করেছেন সর্বমোট ৩৯ জন ক্রিকেটার।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২ ও ৩ মার্চ দলবদল প্রক্রিয়া শেষে আগামী ১৪ তারিখ ট্রফি উন্মোচনের পর ১৫ তারিখ শুরু হবে লিগ।
এবার ডিপিএলের দলবদল হবে ‘ওপেন’ চুক্তিতে। যেখানে বিসিবির পরার্মশ ক্লাবগুলো যে পেমেন্ট করবে, তার প্রমাণ রেখে দিতে। যাতে পরির্তিতে সমস্যা হলে সেটা দেখাতে পারে। সঙ্গে খেলা হবে তিন ভেন্যুতে। মিরপুর আর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ। বিকল্প হিসেবে রাখা হয়েছে ফতুল্লা স্টেডিয়ামকে।
প্রথম দিনে দলবদল করা ক্রিকেটাররা-
মোহামেডান স্পোর্টিং ক্লাব : রুবেল মিয়া, রনি তালুকদার, সোহরাওয়ার্দি শুভ ও জাহিদুজ্জামান খান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব : তাইবুর রহমান পারভেজ, মেহরব হোসেন জোশি, রবিউল ইসলাম রবি ও সুমন খান।
গাজী গ্রুপ ক্রিকেটার্স : একেএম হুসনা হাবিব, প্রান্তিক নওরোজ নাবিল, আলমগীর হোসেন, আল আমিন, ফরহাদ হোসেন, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, মিরাজ মাহবুব নিলয়, সাইদ সরকার, সৈয়দ খালেদ আহমেদ, আরাফাত সানি, মেহেদী হাসান সিদ্দিক ও আশিকুর জামান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : মোহাম্মদ রাকিব, রায়হান রাফসান রহমান ও আনিসুল ইসলাম।
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড : মোহাম্মদ সেন্টু, মোহাম্মদ মইন খান, রায়হান উদ্দিন, রাফসান আল মাহমুদ ও শামসুল ইসলাম অনিক।
লিজেন্ডস অব রুপগঞ্জ : মাশরাফি বিন মর্তুজা।
সিটি ক্লাব : আমিনুর রহমান, তৌফিকুর খান, শফিউল হায়াত হৃদয়, নাজমুল হোসেন, আবুল হালিম, শাহরিয়ার কামাল, জাকিরুল আহমেদ, মাইনুল ইসলাম ও আবু নাসের ইবনে শহীদ।
Discussion about this post