আরেকটি ক্রিকেট মহাকাব্যের সাক্ষী হল মিরপুর। চট্টগ্রাম, ব্রিস্টল, অ্যাডিলেডের পর ঢাকায় ইংল্যান্ড বধ। রোববার নিজেদের সেই চেনা ক্রিকেট দিয়ে মাত করল টাইগাররা। মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ।।
ব্যাটে-বলে দুর্দান্ত খেলে ম্যাচসেরা মাশরাফি। প্রথমে ব্যাট হাতে ৪৪ রান। তারপর বল হাতে ৪ উইকেট। সেরা খেলোয়াড় আর কে?
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথম ব্যাটিংয়ে পাঠান জস বাটলার। শুরুর ব্যর্থতা কাটিয়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে টাইগাররা করে ২৩৮ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ৩২ বল বাকি থাকতেই ২০৪ রানে গুটিয়ে যায়।
এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২ অক্টোবর যারা জিতবে; সিরিজ তাদেরই।
ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে মাশরাফির। ব্যাট-বল আর নেতৃত্ব তিনটিতেই শতভাগ সফল। তবে ব্যাটিংয়ে মাহমুদুল্লার কথা বলতে হবে। তার ব্যাটে লড়াকু ৭৫ রান না আসলে অন্য কিছুও হতে পারতো। মোসাদ্দেক করেছেন ২৯। আর দলে ফেরা নাসিরের ব্যাটে ২৭ রান।
এরপর জবাব দিতে নেমে দ্রুত ৪ উইকেট ফেলে দিলেও জস বাটলার (৫৭) এবং বেয়ারস্টো (৩৫) ভয় ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ হাসি টাইগারদের।
এবার টানা সপ্তম ওয়ানডে সিরিজ জয়ের জন্য লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (তামিম ১৪, ইমরুল ১১, মাহমুদউল্লাহ ৭৫, মুশফিকুর রহিম ২১, মোসাদ্দেক হোসেন ২৯, নাসির হোসেন ২৭, মাশরাফি ৪৪, ও নাসির ২৭*, ক্রিস ওকস ২/৪০, রশিদ ২/৫৩, বল ২/৪৪ স্টোকস ১/২২)
ইংল্যান্ড: ২০৪/১০ (বাটলার ৫৭, বেয়ারস্টো ৩৫, রশিদ ৩৩*, বল ২৮; মাশরাফি ৪/২৯, তাসকিন ৩/৪৭, নাসির ১/২৯, মোসাদ্দেক ১/৫, সাকিব ১/৫০)
ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা
সিরিজ: ১-১ এ সমতা
Discussion about this post