টানা হারে অনেকটাই ক্লান্ত বাংলাদেশের ক্রিকেটাররা। তবে হাল ছেড়ে দিতে নারাজ। রোববারই সেই চেনা ছন্দে ফিরতে প্রস্তুত দল। ইস্ট লন্ডনে এই ম্যাচটি জিততে না পারলে অবশ্য ফের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বের ৫০তম ম্যাচে অবশ্য প্রতিরোধের দেয়াল তুলে দাঁড়াতে চায় দল। এই মাঠের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। তাইতো দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, ‘দেখুন এখানকার কন্ডিশন আমাদের মতো নয়। যে কোনো দলেরই এখানে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়। তবে আমি এটার উদাহরণ টানছি না। আমার কাছে মনে হয় কয়েকদিনের ব্যবধানে ম্যাচ খেলার কারণেই এমনটা হচ্ছে।’
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। খেলাটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন ও জিটিভি।
এই সফরটা নিয়ে তেমন ভাবে হোম ওয়ার্ক ছিল না বাংলাদেশের। মাশরাফি নিজেও এনিয়ে কথা বলেছেন। অফ সিজনে ক্রিকেটে ব্যস্ত থাকার কথাও ছিল তার মুখে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরে আসার আগে বাংলাদেশের আরও ভালো প্রস্তুতি নেওয়া দরকার ছিল।
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে সবচেয়ে বেশি হতাশ করেছে বাংলাদেশের বোলাররা। এ জন্য তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে টাইগার একাদশে। ম্যানেজমেন্ট সুত্রে জানা গেছে, তাসকিন আহমেদের জায়গায় রোববার মাঠে নামতে পারেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া তামিমের ইনজুরিতে একাদশে সুযোগ হতে পারে মুমিনুল হকের। এদিকে সাব্বির রহমান ও নাসির হোসেনের মধ্যে বাদ পড়তে পারেন একজন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একাদশেম একটি পরিবর্তন নিশ্চিত। এরইমধ্যে দলটি তৃতীয় ওয়ানডের জন্য বিশ্রামে পাঠিয়েছে হাশিম আমলাকে। তার জায়গায় খেলবেন এইডেন মার্করাম।
এই ম্যাচের পরই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৬ অক্টোবর প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে জয়ে শেষ করতে চায় টাইগাররা।
Discussion about this post