ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
অবশেষে নতুন একজন হেড কোচের দেখা পেল বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসুরি বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দ্বায়িত্ব বুঝে নিলেন স্টিভ রোডস। ইংল্যান্ড থেকে ঢাকায় এদিন আনুষ্ঠানিকভাবে তিনি বুঝে নিলেন মাশরাফি-মুশফিকদের কোচের দায়িত্ব। ক্যারিয়ারে নতুন অধ্যায়ও শুরু হল রোর্ডসের।
প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন এই হেড কোচ বলেন, ‘সত্যি বলতে কী আমি উত্তেজিত ও রোমাঞ্চিত। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। ক্রিকেট তাদের ধ্যান-জ্ঞান। আমি হোটেল থেকে এখানে আসার পথে দেখলাম এই গরমের মধ্যেও ছেলে-পেলেরা কয়েক জায়গায় ক্রিকেট খেলছে। আমারও তখন খেলতে ইচ্ছে হচ্ছিল। বোঝাই যায় এদেশের মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে। এরকম ক্রিকেট অন্তঃপ্রাণ জাতির কোচ হতে পেরে সত্যি খুব ভাল লাগছে। আমার দীর্ঘ খেলোয়াড়ি জীবন ও কোচিং অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো আমি।’
এই জুন মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই রোডসেরও কোন জাতীয় দলের হয়ে প্রথম মিশন শুরু হবে। রোডস বলছিলেন, ‘আমি এর মধ্যে ক্রিকেটারদের সঙ্গে মিনিট পনেরো কথা বলেছি। এগুলো ছিল ব্যক্তিগত এবং দলগত কথোপকথন। আমি বিশ্বাস করি ক্রিকেট দলগত খেলা। বাংলাদেশে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা যদি ভাল জ্বলে উঠতে পারে আর টিমওয়ার্ক যদি ভাল হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো কিছু না হওয়ার কোন কারণ আছে কি?’
সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়ে রোডস বলেন, ‘জানি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সহজ ও অনুকূল নয়। লংকানদের উড়িয়ে ক্যারিবীয়রা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তাদের সাথে সিরিজ মোটেও সহজ হবে না। সেটা আর সবার মত আমারও জানা। তারপরও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামবো। জেতাটাই লক্ষ্য। ওইযে বললাম টিমওয়ার্ক! সবাই মিলে ভাল পারফর্ম করলে জিততেও পারি।’
দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ২৩ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ জুলাই অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপরই সীমিত ওভারের ম্যাচের লড়াই!
Discussion about this post