ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তাপ। এবারের নাম অবশ্য ভিন্ন বঙ্গবন্ধু বিপিএল। যার পুরো দ্বায়িত্বে বিসিবি। আগামী ডিসেম্বরে শুরু বিপিএলে অংশগ্রহণকারী দেশি ও বিদেশি খেলোয়াড়েরা কে কত টাকা পাবেন সে তালিকাও ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ৪ জন ক্রিকেটার পাচ্ছেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা করা হয়েছে ১ লাখ ডলার। ১১ জন ক্রিকেটাররকে রাখা আছেন এই ক্যাটাগরিতে।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতটি দল প্লেয়ার ড্রাফটসে অংশ নেবে। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর র্যাঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—এ সাতটি দল ৬২০ জন ক্রিকেটারের মধ্য থেকে দল গড়তে পারবে।
ড্রাফটসে ১৮১ জন দেশি খেলোয়াড়ের নাম রেখেছে আয়োজক বিসিবি। ১৮১ জনকে মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়েরা পাচ্ছেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ করে, ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা ১২ লাখ, ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮ লাখ ও ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা করে।
‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার মহাতারকা- মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান।
‘এ’ ক্যাটাগরিতে আছেন- মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক। ২৫ লাখ টাকা করে পাবেন তারা।
পরবর্তী ক্যাটাগরি ‘বি’তে আছেন ২৪ জন। তারা হলেন- সাব্বির রহমান, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, আবু জায়েদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম, নুরুল হাসান। এই ক্যাটাগরির প্রত্যেকে ১৮ লাখ টাকা করে পাবেন।
১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৪১ জন ক্রিকেটার। নাইম শেখ, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, ইবাদত হোসেনসহ আরও অনেকে আছেন এই ক্যাটাগরিতে।
‘ডি’ ক্যাটাগরিতে। ৮ লাখ টাকার এই ক্যাটাগরিতে আছেন ৫৯ জন ক্রিকেটার। আর সর্বশেষ ক্যাটাগরি ‘ই’তে আছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ জন ক্রিকেটার।
বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫টি ক্যাটাগরিতে। মোট ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এই তালিকায়। সর্বোচ্চ মূল্যের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন ১১ জন বিদেশি ক্রিকেটার। এই ১১ জনের প্রত্যেকে পাবেন ১ লাখ ডলার করে। যেখানে রয়েছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী, শোয়েব মালিক, রাইলি রুশো, গেইল ও ডোয়াইন স্মিথরা।
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারেরা পাবেন ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারেরা ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারেরা ৩০ হাজার ডলার ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারেরা পাবেন ২০ হাজার ডলার। তালিকায় সর্বোচ্চ ৯৫ জন ইংল্যান্ডের, দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ জন পাকিস্তানের। তালিকায় তিনজন ভারতীয় ক্রিকেটার।
Discussion about this post