ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২২ নভেম্বর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। শুরুতে টেস্ট। তারপরই ওয়ানডে। এরইমধ্যে গুঞ্জণ ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন তো মাশরাফি বিন মর্তুজা?
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন মাশরাফি। নির্বাচনে মনোনয়ন পেয়ে গেলে তিনি কীভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন? তখন প্রচারাভিযানে ব্যস্ত থাকতে হবে তাকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর সংবাদমাধ্যমে মুখোমুখি ব্যাপারটি কথা বলেন। তিনি জানান, ‘ওর মনোনয়নপত্র জমা দেওয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে। একদিনের জন্যও যদি সময় থাকে সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে।’
মনোনয়ন পেলে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন মাশরাফি। ডিসেম্বর মাসের প্রথম থেকে তাকে ব্যস্ত থাকতে হবে প্রচার প্রচারনা নিয়ে। যে কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিহজ সিরিজে তাকে দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
মাশরাফি এখনই অবসর নিতে চাইছেন না। তিনি আগামী বিশ্বকাপে নেতৃত্ব দিতে চাইছেন দলকে। অধিনায়ক মাশরাফির রাজনীতিতে আসাটা কীভাবে দেখছেন বিসিবি সভাপতি? বললেন, ‘সমস্যা হবে বলে আমি মনে করি না। সাকিবও করতে চেয়েছিল, কিন্তু সে পিছিয়ে এসেছে এসব কথা চিন্তা করে ,যেহেতু সে আরও চার-পাঁচ বছর খেলবে। সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক আছে তুমি খেলো। মাশরাফির ব্যাপারটা ভিন্ন। ও কত দিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা , এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাব বলেও মনে হয় না। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েক মাস পর অবসর নিলে সে এই সাড়ে চার বছর আর করবেটা কী? আরেকটি ক্ষেত্রে সে থাকল, যেখান সে ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’
Discussion about this post