তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তিনি যেন ম্যাজিক জানেন। এবারও মাশরাফি বিন মর্তুজার দল এগিয়ে যাচ্ছে দাপটে। বিপিএলে নিজেদের প্রথম আসরে টানা তৃতীয় জয়ের স্বাদ পেল তার দল সিলেট স্ট্রাইকার্স। ৫ উইকেটে তারা হারাল গত আসরের চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
সোমবার বিপিএলের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লা ২০ ওভারে করে ১৪৯ রান। সিলেট ১৪ বল বাকি রেখেই পা রাখে জয়ের বন্দরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার দুই ম্যাচে দুই হারল।
সিলেটের জয়ের নায়ক তৌহিদ হৃদয়। ৩৭ বলে ৫৬ রান করেছেন ৩ চার ও ৪ ছক্কায়। টানা দ্বিতীয় ম্যাচে জিতেন ম্যাচ সেরার পুরস্কার। সিলেটের বোলিং খুব একটা ভালো হয়নি। ওভারপ্রতি ৭-৮ করে রান দেন। রেজাউর রহমান রাজা সর্বোচ্চ ৩৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। মাশরাফি ৩২ রানে পেয়েছেন ১ উইকেট। পেরেরা ও মোহাম্মদ আমির নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৪৯/৬ (লিটন ৮, মালান ৩৭, সৈকত ২০, ইমরুল ২, জাকের ৫৭, মোসাদ্দেক ৫, নবি ৮, আবু হায়দার ৭; থিসারা ৪-০-২৬-২, আমির ৪-০-২২-২, মাশরাফি ৪-০-৩২-১, ইমাদ ৪-০-২৯-১, রাজা ৪-০-৩৯-০)।
সিলেট স্ট্রাইকার্স: ১৭.৪ ওভারে ১৫০/৫ (শান্ত ১৯, হারিস ৯, হৃদয় ৫৬, জাকির ২০, মুশফিক ২৮, থিসারা ৮, আকবর ৬; ফারুকি ৩.৪-০-২৮-০, আবু হায়দার ২-০-২৫-০, নবি ৪-০-২৮-২, মুস্তাফিজ ৩-০-২৫-০, খুশদিল ৪-০-২৯-২, মোসাদ্দেক ১-০-১৪-০)।
ফল: সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়।
Discussion about this post