ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে যখন জনজীবন বির্পযস্ত তখন নড়াইলের মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফলতম অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। কিন্তু গত ২০ জুন নিজের করোনা পজেটিভের খবর নিজেই দেন ম্যাশ। ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিয়ে এখন বেশ সুস্থ। তবে এর মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি।
সোমবার রাতে নড়াইলে মাশরাফির পরিবারের সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমি চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো।
এরআগে মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুইদিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্ত্তুজাও করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি। তারা সবাই সুস্থ আছেন। আগামী কয়েকদিনের মধ্যেই মাশরাফির তৃতীয় টেস্ট করানো হবে।
Discussion about this post