”তোমার হল শুরু, আমার হল সারা” রবীন্দ্রনাথের সেই গানেরই মতো যেন একজনের বিদায়ের দিনে অভিষেক হল আরেকজনের। বৃহস্পতিবার সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ দিয়েই বিদায় বললেন মাশরাফি বিন মুর্তজা। এটিই তার শেষ আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ। ঠিক এমনই এক ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় অভিষেক হল মেহেদী হাসান মিরাজের। টেস্ট, ওয়ানডের পর টি-টুয়েন্টি। যেন চক্রপূরণ হল এই অলরাউন্ডারের।
ম্যাচে কোমরের চোটের জন্য তামিম ইকবাল ছিলেন বিশ্রামে। তার জায়গায় নামেন ইমরুল কায়েস।ব্যাটে সফল তিনি। করেন ৩৬ রান। অন্যপ্রান্তে সৌম্য সরকার ফিরে যান ৩৪ রানে।
বিদায়ের দিনে মাশরাফি বলেন, ‘গোটা টি-টুয়েন্টি ক্যারিয়ার নিয়ে আমি খুশি। আজকের এই দিনে আমি গর্বিত।’ ভক্তদের ধন্যবাদও দেন তিনি।
বাংলাদেশ তার নেতৃত্বে রেকর্ড ২৮ বার টি-টুয়েন্টিতে টস করতে নেমেছে। শেষ ম্যাচে টস ভাগ্য তার পক্ষেই ছিল। ২০০৬ সালে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল ম্যাশের। প্রায় দশ বছরে বাংলাদেশের ৬৭টি ম্যাচের মধ্যে ৫৪টিতে খেলেছেন টাইগার ক্যাপ্টেন।
Discussion about this post