ব্যাট হাতে রান পেতে ভুলেই গিয়েছিলেন তিনি। এনিয়ে সমালোচনার তোপের মুখে ছিলেন সৌম্য সরকার। এবার রানে ফিরলেন এই ব্রাটসম্যান। ফর্মে ফেরার ম্যাচে দেড় শতাধিক রানের ইনিংস খেললেন তিনি। বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশনে রেলিগেশন লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অগ্রণী ব্যাংকের এই ওপেনার করেছেন ১৫৪ রান।
ফতুল্লায় খান সাহেব ওসমান স্টেডিয়ামে ম্যাচে ওপেনিংয়ে নেমে ১২৭ বলে তুলেন ১৫৪ রান। ১০৭ বলে করেন শতরান। তারপরের ২০ বলে তুলেন ৫৪ রান। ৯টি চারের সঙ্গে ইনিংসে ছিল ১১টি ছক্কা! লিস্ট ‘এ’ এক ইনিংসে সর্বোচ্চ ১১ টি ছয় মেরে রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার ব্রাদার্সের বিপক্ষে ১১ ছক্কা হাঁকিয়ে ম্যাশের রেকর্ড স্পর্শ করলেন সৌম্য।
আর ঘরোয়া ক্রিকেটে ২০১৫সালের পর শতরান পেলেন সৌম্য। সেই বছর বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে সেই ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ রান করেন তিনি। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে প্রায় তিন বছর পর সেঞ্চুরি করলেন সৌম্য সরকার।
Discussion about this post