ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই ম্যাচটা ছিল মাশরাফি বিন মর্তুজার। বল হাতে শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে কোনঠাসা করে ফেলেছিলেন তিনি। তুলে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি স্টিভেন স্মিথের দল। অল্প রানে আটকে রেখে চ্যাম্পিয়নরা তুলে নেয় টানা দ্বিতীয় জয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মঙ্গলবার ৯ উইকেটে জিতেছে রংপুর। মিরপুরের শেরেবাংলায় মাশরাফির বোলিং তোপে মাত্র ৬৩ রানে অলআউট কুমিল্লা। এরপর জবাবে নেমে ৪৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রংপুর।
রাতের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামাটাই যেন ভুল হয়েছে তামিম-স্মিথদের। রংপুরের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারছিল না তারা। মাত্র ৬৩ রান তুলে ২২ বল বাকী থাকতেই অলআউট দলটি। যা কীনা বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর।
শিশিরস্নাত মাঠে কিছুতেই উইকেটে দাঁড়াতে পারছিলেন না কুমিল্লার ব্যাটসম্যানরা। মাশরাফি কুমিল্লার প্রথম চার ব্যাটসম্যান তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস ও স্টিভেন স্মিথকে দেখিয়ে দেন সাজঘরের পথ। এক পর্যায়ে ১৮ রানে ৫ উইকেট হারায় দলটি। এরপর শহিদ আফ্রিদি ১৮ বলে ২৫ রান তুলেন। কিন্তু লড়াকু স্কোর এনে দিতে পারেন নি কেউই।
বিপিএলে এই প্রথম প্রথম ৪ উইকেট পেলেন মাশরাফি। ১১ রানে শিকার করেন ৪ উইকেট। নাজমুল ইসলাম অপু ৩ উইকেট নিয়েছেন ২০ রানে।
এরপর মাঠে নেমে অবশ্য ফ্লপ ক্রিস গেইল। অনানপত্তি নিয়ে ঝামেলা শেষে এবারের বিপিএলে এই প্রথম নামলেন তিনি। কিন্তু ফিরে যান মাত্র ১ রানে। তবে রাইলি রুশোকে নিয়ে মেহেদি মারুফ লক্ষ্যে পৌঁছে যান। ৩৯ বলে করেন ৩৬ রান করেন মেহেদী। রুশোর ব্যাটে ২০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.২ ওভারে ৬৩ (তামিম ৪, লুইস ৬, ইমরুল ২, স্মিথ ০, শোয়েব ০, এনামুল ২, আফ্রিদি ২৫, সাইফ ৭, মেহেদি ৬, আবু হায়দার ৫, শহিদ ০*; মাশরাফি ৪/১১, নাজমুল অপু ৩/২০, শফিউল ২/৮)
রংপুর রাইডার্স: ১২ ওভারে ৬৭/১ (গেইল ১, মারুফ ৩৬*, রুশো ২০*; আবু হায়দার ১/১১)
ফল: রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা
Discussion about this post