ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
তার প্রিয় দল যে আর্জেন্টিনা সেটা আগেই বলেছেন। এমন কী লাতিন আমেরিকার সেই দলের জার্সি গায়ে ছবিও দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে মাশরাফিকে বলতে শোনা গেল, ‘শেষ, মিনিমাম দুইটাতো শিওর। অ্যাসিস্ট ম্যাসিস্ট তো বুঝিনা….দুইডা (দুটি) গোলতো করবেই, তিনডাও (তিনটা) হইতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ!’
বৃহস্পতিবার গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১–১ গোলে ড্র’র চাপে আছে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর মাশরাফি ফেসবুকে লিখেছিলেন, ‘জানি এদের কোনও একটা জুজু আছে। বড় আসরে তাই আশা করিও কম, কষ্টও কম। কিন্তু আমি কোনো ফাট্টু সাপোর্টার না যে আশা ছেড়ে দেব। আশায় আছি লিও।’
কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্যই আর্জেন্টিনার ভক্ত মাশরাফি। এর আগেই জানিয়েছেন ‘আমি কোনো হুজুগে না। ম্যারাডোনাকে দেখাই ছিল চোখের প্রশান্তি।’ এমনিতে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আর্জেন্টিনার সমর্থকই বেশি!
Discussion about this post