কোথায় যেন মাশরাফি বিন মর্তুজার সঙ্গে তার মিল। দু’জনই লড়ছেন ইনজুরির সঙ্গে। স্বস্তি দিচ্ছে না তাদের। আবার অনিশ্চয়তা কাটিয়ে ফিরছেনও তারা। সেই মোহাম্মদ সাইফউদ্দিনের সময়টা ভাল কাটছে না। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন পিঠের চোট। এ কারণে জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্ট দুটোতেই মাঠের বাইরে ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। এখানেও তেমন স্বস্তি পাচ্ছেন না। এ অবস্থায় মাশরাফির দ্বারস্থ হলেন সাইফউদ্দিন।
শনিবার মিরপুরে মাশরাফির সঙ্গে দেখা করেন সাইফউদ্দিন। কী কথা হয়েছে ম্যাশের সঙ্গে? সাইফ শনিবার বলছিলেন, ‘দেখুন, উনি অনেক ইনজুরি প্রবণ ছিলেন। কীভাবে কামব্যাক করেছে। এজন্যই ওনার সঙ্গে দেখা করা। আমাকে বললেন- চিন্তা করিস না। বড় ভাইদের মোটিভেশন আসলে অনেক কিছু বদলে দেয়। যেহেতু খুব হতাশায় ছিলাম। যেহেতু মাঠেই পেয়ে গেলাম, এখানেই কথা বললাম। সব মিলিয়ে কীভাবে কী করতে হবে, কীভাবে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে এসব নিয়ে কথা হয়েছে।’
বাংলাদেশের দলের পাওয়ার হিটিং পরামর্শক হয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যালবি মরকেল। জাতীয় দলে না থাকায় তার টিপস পেলেন না। সাইফউদ্দিন বলছিলেন, ‘আমি ছোট বেলায় মরকেলের ভক্ত ছিলাম। ওর মতো আমিও বাম হাতে ব্যাট করি, ডান হাতে পেস বল করি। ওর সাথে থাকলে বা কাজ করলে অথবা এখন দলের সাথে থাকলে ভালো লাগতো। তবে আমি যেহেতু নিল ম্যাকেঞ্জির আন্ডারে ক্যাম্প করেছি, জাতীয় দলে খেলেছি তখন ব্যাটিং টেকনিক বা আমাকে যেগুলা বলেছিলো আমি এখনো ডোমেস্টিক খেললে বা ন্যাশনাল টিমে খেললে ওসব ফলো করি। আমার দেখা ওয়ান অব দ্য বেস্ট ম্যাকেঞ্জি। কখনো আমার সুযোগ হলে মরকেল থেকে নিতে পারবো।’
Discussion about this post