মাশরাফি বিন মর্তুজা মানেই অনন্য। বয়স আর ইনজুরিকে উড়িয়ে লড়ে যাচ্ছেন তিনি। বয়স ৩৯ ছাড়িয়েছে কে বলবে। এবারের বিপিএলে বল হাতে চমক দেখিয়েই যাচ্ছেন। এই ব্যাপারটা খেয়াল করলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই তারকা পেসার আইপিএল খেলতে এসে মাতলেন মাশরাফি বন্দনায়।
আমিরের বিশ্বাস, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির উচ্চতায় আর কেউ নেই। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ২০১৫ সালে বিপিএল দিয়েই ফিরেছিলেন আমির। চিটাগং ভাইকিংস দলে খেলেন সেই বছর। ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটস, ২০১৯-২০ আসরে খুলনা টাইগার্সে। এবার মাশরাফির সতীর্থ হয়ে আছেন সিলেট স্ট্রাইকার্সে।
সিলেটের হয়ে প্রথম ১০ ম্যাচ খেলে পিএসএলের দলে যোগ দিতে চলে যান পাকিস্তানে। এরপর সিলেটের ডাকে আবার ফিরে আসেন এক ম্যাচ খেলতে। বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে দলের জয়ে নেন এক উইকেট। সব মিলিয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
এমন সাফল্যের জন্য অধিনায়ক মাশরাফির প্রশংসাও করলেন আমির। খুলনার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরও বলেন, ‘তিনি কিংবদন্তি। একটি শব্দই বলা যায়, তিনি কিংবদন্তি। এখানে, বাংলাদেশে আমার মনে হয় মাশরাফির তুলনীয় কেউ নেই।’
সিলেটের ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও পেসার রেজাউর রহমান রাজারও প্রশংসা করলেন আমির। তিনি বলেন, ‘রাজা, হৃদয় খুবই ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওরা খুব ভালো হবে। তারা যদি কঠোর পরিশ্রম চালিয়ে যায়, আমার মনে হয় ওরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে। রাজা খুবই ভালো। সে বেশ গতিময় এবং দ্রুত শিখছে।’
৯ ইনিংসে ৩৭৮ রান নিয়ে চলতি বিপিএলে সর্বোচ্চ রান স্কোরার হৃদয়। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে রাজা।
এদিকে খুলনার বিপক্ষে এই জয় দিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করল সিলেট। ফাইনালে যেতে দুটি সুযোগ পাবে মাশরাফির দল।
Discussion about this post