বৃষ্টির ধকল সামলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন শুরুর রঙ ছড়াল মিরপুরের হোম অব ক্রিকেটে। পরিবর্তিত সূচিতে নতুন করে শুরু বিপিএলের চতুর্থ আসর। কিন্তু উদ্বোধনী ম্যাচে হারল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের ১৬২ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ২৯ রানের হারল মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করে চিটাগং। তামিম ইকবালের ফিফটিতে ১৬১ রান তুলে চট্টগ্রাম। জবাব দিতে নেমে তরুণ নাজমুল হোসেন শান্তর অপরাজিত হাফসেঞ্চুরির পরও ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫তম বছর পুর্তির দিনেই হারের মুখ দেখলেন ম্যাশ।
এবারের বিপিএলের প্রথম ফিফটি তুলে নিলেন তামিম। তবে ম্যাচসেরা তার দলের বোলার মোহাম্মদ নবী। যিনি নিয়েছেন চার উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬১/৩ (তামিম ৫৪, স্মিথ ৯, এনামুল ২২, মালিক ৪২*, জহুরুল ২৯*, মাশরাফি ০/৩৪, ইমাদ ১/২২, তানভির ০/২৮, নাহিদুল ০/২৩, জাইদি ০/১৮, শরিফ ০/৩৩)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৩২/৮ (লিটন ১৩, ইমরুল ৬, স্যামুয়েলস ২৩, শান্ত ৫৪*, জাইদি ২, মাশরাফি ১, ইমাদ ৪, আল আমিন ১৪, তানভির ০, শরিফ ২*, স্মিথ ১/২২, রাজ্জাক ১/২৩, মিলস ১/২৮, নবি ৪/২২, মালিক ০/৩, তাসকিন ১/৩১)।
ফল: চিটাগং ভাইকিংস ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ নবি
Discussion about this post