ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই একটি রেকর্ডে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়েছিলেন মুশফিকুর রহিম। তবে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই তিনি স্পর্শ করলেন মাশরাফির আরেকটি রেকর্ড।
গত বুধবার মুশফিক খেলেছিলেন ২১৯তম ওয়ানডে। ঐদিনই এ তারকা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড নিজের করে নিয়েছিলেন। ২১৮ ওয়ানডে খেলে আগের রেকর্ড ছিল মাশরাফির।
তবে বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেললেও মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ২২০টি। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে। শুক্রবারের ম্যাচ দিয়ে ২২০ ম্যাচ হয়ে যাচ্ছে মুশফিকেরও। কোনো বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন যৌথভাবে মাশরাফি ও মুশফিকের।
এখন পর্যন্ত তামিম ইকবাল খেলেছেন ২০৯তম ওয়ানডে। আর সাকিব দেশের জার্সিতে ৫০ ওভারের ম্যাচে মাঠ মাতিয়েছেন ২০৮ ম্যাচ।
Discussion about this post