ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বিশ্বকাপটা ব্যক্তিগত নৈপুন্যে দুঃস্বপ্নের মতোই হয়ে আছে মাশরাফি বিন মর্তুজার। ৮ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট। ব্যাটেও নেই সাফল্য। অনেকেই বলছেন, সরে দাঁড়ানো উচিত তার। দেশের সবচেয়ে সফল অধিনায়ককে অবসরের পরামর্শও দিচ্ছেন অনেকে।
মঙ্গলবার ভারতের কাছে বাংলাদেশ ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে স্টিভ রোডসের কাছে মাশরাফির অবসর নিয়ে ছুটে যায় প্রশ্ন।
মাশরাফির অবসর প্রসঙ্গে রোডস বলেন, ‘প্রথমত, গেল দুই সপ্তাহ ধরে এসব কথাবার্তা চলছে (মাশরাফির অবসর নিয়ে)। এই প্রশ্নের উত্তর আসলে বোর্ড এবং ম্যাশই দিতে পারবে। আমি আসলে এটার উত্তর দিতে পারি না। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য খুবই কঠিন। আর যদি কোনো আপত্তি না আসে, তাহলে আমি এই বিষয়টাতে জড়াতেও চাই না।’
একি্সঙ্গে মাশরাফির বিকল্প খুঁজে বের করা যে কঠিন সেটাও মনে করিয়ে দিলেন টাইগার কোচ রোডস। বলেন, ‘আমাদের একজন ভালো মানের বোলারও দরকার, যার সক্ষমতা আছে মাশরাফির জায়গাটা দখল করার। সবাই এটা ভুলে যায় যে, আমাদের খুব বেশি দীর্ঘকায়, দ্রুত গতি সম্পন্ন বোলার নাই। যখনই তাদেরকে খুঁজে পাব আর তারা ভালো করতে শুরু করবে, আমি নিশ্চিত আমরা তাদেরকে দলে চাইব।’
রোডস আরো বলেন, ‘আমি নিশ্চিত মাশরাফি তাঁর পারফরমেন্স নিয়ে ভাববে আর এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে। খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সব রকমের চেষ্টায় করছে ও।’
Discussion about this post