ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাশরাফি বিন মর্তুজা মানেই সতীর্থদের কাছে অনুপ্রেরণার এক নাম। বারবারই দলের বিপর্যয়ে তার প্রেরণাতেই জেগে উঠেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজেও তার স্পর্শ জেগে উঠেছিল বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ ক্রিকেট। নতুন এই মিশনের আগে সোমবার থেকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথম দিনই সতীর্থদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিলেন মাশরাফি।
ছুটি শেষে মাঠে ফেরা ক্রিকেটারদের মধ্যে ২৯জন প্রথম দিন যোগ দিলেন ক্যাম্পে। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন না। সাকিব হজ পালন শেষে দেশে আসেন নি। মাহমুদউল্লাহ খেলছেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগে।
বৃহস্পতিবার পর্যন্ত ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটারদের। শুক্রবার একদিন বিশ্রাম নিয়ে শনিবার থেকে শুরু ব্যাটিং-বোলিংয়ের অনুশীলন।
প্রথমদিন অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পেসার আবু জায়েদ রাহী। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। ড্রেসিং রুমে একটা মিটিং হয়েছিল। মাশরাফি ভাই বলেছে, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহণ করতে যাচ্ছি না।’
এখানেই শেষ নয়, আবু জায়েদ রাহি আরো বলেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে ওটাই ছিল আমার প্রথম সফর। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। তিনি বারবারই বলেছেন, তোরা যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি। আর সেটা পেরেছি আমরা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান রবি’র চুক্তির ইতি টেনেছে রোববার। এ কারণে প্রথম দিন ক্যাম্পে যোগ দেয়া সব ক্রিকেটারদের গায়ে ছিল নতুন অনুশীলন জার্সি।
Discussion about this post