ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি পর্বে ব্যাটিং অনুশীলনটা দুর্দান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার বড় সংগ্রহ গড়েছে সফরকারীরা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ৩৩১ রান। ৩৩২ রানের কঠিন চ্যালেঞ্জ এখন মাশরাফি বিন মর্তুজার বিসিবি একাদশের সামনে।
সাভারের বিকেএসপিতে দাপটেই রান তুলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। বুঝিয়ে দিয়েছেন টেস্টে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডেতে জবাব দিতে তারা প্রস্তুত। কাইরন পাওয়েল ও সাই হোপের ওপেনিং জুটিতেই বড় স্কোরের পথ খুঁজে নেয়। পাওয়ার প্লে’র ১০ ওভারে ৬০ রান তুলে সফরকারীরা। ওপেনিং জুটিতে আসে ১০১ রান।
সাই হোপ ৮৪ বলে খেলেন ৮১ রানের দারুণ এক ইনিংস। কাইরন পাওয়েল ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে তুলেন ৪৯ বলে ৪৩ রান। এরপর সাত ও আট নম্বরে ব্যাট করতে নামা রোস্টন চেজ ও ফ্যাবিয়েন অ্যালেন দলকে তিনশ ছাড়ানো স্কোর এনে দিয়েছেন। রোস্টন চেজ ৫১ বলে তুলেন ৬৫ রান। অ্যালেন ৩২ বলে ৪৮।
ম্যাচে বোলারদের নিয়ে বেশ পরীক্ষা করিয়েছেন অধিনায়ক মাশরাফি। সাতজন বোলারকে ব্যবহার তিনি। এরমধ্যে দুটি করে উইকেট নিযেছেন রুবেল হোসেন-মেহেদি হাসান রানা। ৮ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট নেন মাশরাফি।
এই ম্যাচের পর ৯ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩১/৮ (সাই হোপ ৮১, পাওয়েল ৪৩, ব্রাভো ২৪, হেটমায়ার ৩৩, চেজ ৬৫, অ্যালেন ৪৮, অতিরিক্ত ২০, ওয়াইড বল ১৩, রুবেল ২/৫৫, মাশরাফি ১/৩৭, মেহেদি হাসান রানা ২/৬৫, অপু ২/৬১, শামীম পাটোওয়ারি ১/১৬)।
Discussion about this post