ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাশরাফি বিন মর্তুজা মাঠে ফিরতেই চনমনে ক্রিকেটাঙ্গন। গুঞ্জন ছড়িয়েছে তিনি খেলবেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। ব্যস, তাকে দলে টানতে চাইছে দুটি দল। জেমকন খুলনা ও ফরচুন বরিশাল দুটি দলই দলে নিতে চাইছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে। বৃহস্পতিবার দুই দলই জানিয়েছে তাদের আগ্রহের কথা।
এমনিতেই দুই আইকন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দল গড়েছে খুলনা। এবার চাইছে মাশরাফিকে। দলটির ম্যানেজার নাফিস ইকবাল মিরপুরের একাডেমি মাঠে গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘দেখুন, মাশরাফি এমন এক নাম, এমন এক খেলোয়াড়, যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি, বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে ও কী অবস্থায় আছে, ওর ফিটনেস কী অবস্থায় আছে।’
মাশরাফিকে চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে বরিশছ্ওে। এক ভিডিও বার্তায় ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বিসিবি থেকে আমাদের বলে দেওয়া হয়- মাশরাফি যখন ফিট হবে, পাঁচটি দল চাইলেই তাকে দলে নিতে পারবে। আমরা জানতে পেরেছি মাশরাফি ফিট হয়েছে। গত মঙ্গলবার প্রথম দল হিসেবে বরিশাল মাশরাফিকে চেয়ে বোর্ড বরাবর আবেদন করেছে। আশা করছি আমরা তাকে পাবো। শুনেছি খুলনাও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। একের বেশি দল আগ্রহ প্রকাশ করলে লটারিতে নিষ্পত্তি হবে।’
এক্ষেত্রে মাশরাফি খেলার মতো ফিট কি না তা যাচাইয়ের পরই শুরু হবে তার দলভুক্তির প্রক্রিয়া।
এইতো গত ১ ডিসেম্বর থেকে মিরপুরে অনুশীলনে দেখা গেছে মাশরাফিকে। প্রায় ৯ মাস পর ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ৪ ওভার বোলিং করেছেন তিনি। এরইমধ্যে ওজন কমিয়েছেন ১০ কেজি। নিজেকে ফিট করার লড়াই চলছে।
মাশরাফি ফিট হওয়ার পর যে কোন দল চাইলে নিতে পারবে তাকে। এখন যেহেতু দুটি দল চাইছে, তাই লটারি হবে। লটারিতে জয়ী দল পাবে মাশরাফিকে।
মাশরাফিকে দলে নেওয়ার প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। এ কারণে পারিশ্রমিক ঠিক করেননি নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, ‘টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি মাশরাফিকে দলভুক্ত করার সবুজ সংকেত দেওয়ার পর পারিশ্রমিক নির্ধারণ করা হবে।’
টুর্নামেন্টে চারটি গ্রেডে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ গ্রেডের পারিশ্রমিক ১৫ লাখ টাকা। ‘বি’ গ্রেডে ১০ লাখ। ‘সি’ গ্রেডে ৬ ও ‘ডি’ গ্রেডে ৪ লাখ টাকা।
Discussion about this post