ইনজুরি নিয়েই খেলছেন তিনি। বয়সটাও প্রায় ৪০। তারপরও মাশরাফি বিন মর্তুজা অনন্য। দাপট দেখাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বল হাতে তরুণদের চেয়েও ভাল খেলছেন ম্যাশ। সঙ্গে নেতৃত্বের গুণে দলকেও ম্যাচের পর ম্যাচ জিতিয়ে যাচ্ছেন সিলেট স্টাইকার্সের অধিনায়ক। বিপিএলের চলতি মৌসুমে মাশরাফির এমন পারফরম্যান্সে চোখ আছে মোহাম্মদ আশরাফুলের।
মাশরাফির খেলায় মুগ্ধ আশরাফুল। তাইতো বন্ধুর পাশে দাঁড়িয়ে বললেন নির্বাচকদের উচিত ফের মাশরাফিকে জাতীয় দলে সুযোগ দেওয়া। কারণ ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন তিনি।
চলতি বিপিএলে এখন অব্দি ৬ ম্যাচ খেলেছেন মাশরাফি। ৬.৭৫ ইকোনমি ও ১৫ বোলিং গড়ে তুলেছেন ৯ উইকেট। ওয়াহাব রিয়াজের পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তারই। সঙ্গে নেতৃত্বের ম্যাজিক তো আছেই। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তার দল সিলেট।
মাশরাফির এই ঝলকে মুগ্ধ তারকা ক্রিকেটার আশরাফুল। তাইতো মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘মাশরাফির যা পারফরম্যান্স তাতে অবশ্যই তার জাতীয় দলে খেলা উচিত। তরুণ ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা করলে উইকেট, ইকোনমি রেট সবদিক থেকেই মাশরাফি সেরা। সে জাতীয় দলে খেলবে কি না তা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ তাতে সে সহজেই সুযোগ পাবে।’
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ৮৮ ওয়ানডে, ২৮ টি-টুয়েন্টি ও ১ টেস্ট। এরমধ্য তিন ফরম্যাটে ১১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশ জেতে ৬১ ম্যাচে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০ ম্যাচ জয়ের রেকডও তার।। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে তার নেতৃত্বে।
এদিকে নিজের ক্রিকেট ক্যারিয়ার ও জাতীয় দলে ফেরা নিয়ে আশরাফুল বলেন, ‘এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি। আর হয়তো একটা-দুইটা সিজন খেলবো তারপর শেষ। এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।’
Discussion about this post