ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। বলা হচ্ছিল দলে থাকতে পারেন মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অসাধারণ খেলে ফের আলোচনায় এসেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু তাকে না রেখেই সোমবার দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ঘরের মাঠে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শেরেবাংলায় দল ঘোষণা করা হয়।
ওয়ানডের প্রাথমিক দলে ডাক পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু উইন্ডিজের বিপক্ষে সিরিজ।
২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে দল-
তামিম ইকবাল,সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।
২০ সদস্যের টেস্টের প্রাথমিক দল
মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী ও এবাদত হোসেন চৌধুরী।
Discussion about this post