এশিয়া কাপ মিশনকে সামনে রেখে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। শুধু অংশগ্রহণ নয়, বরং শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা-এমন মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার এক অনুষ্ঠানে তাসকিন বলেন, ‘আমার প্রত্যাশা ও দলের প্রত্যাশা, আমাদের সবারই প্রত্যাশা ও মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শুধু অংশগ্রহণ করতে তো যাচ্ছি না, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি।’
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জয়ের সাফল্য দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলেও জানান তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও ভালো ফর্মে আছেন তাসকিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মোট ৬ উইকেট ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২ ম্যাচে আরও ৬ উইকেট শিকার করে আসন্ন টুর্নামেন্টে তিনি আশাবাদী।
জনপ্রিয়তা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি ভাগ্যবান।’
লিটন দাসের নেতৃত্বে এশিয়া কাপে চ্যালেঞ্জিং গ্রুপে পড়েছে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
Discussion about this post