ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। খেলা বন্ধ। কাজ বন্ধ। সবচেয়ে বিপাকে আছেন নিম্মবিত্ত মানুষেরা। এ অবস্থায় অনেকেই মানবতার ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়াচ্ছেন আর্ত মানুষের। তাদেরই একজন রাজধানীর মোহাম্মদপুরের নাফিসা খান। ‘সিনি কেয়ার বাংলাদেশ’-এর ব্র্যান্ড স্পেশালিস্ট হিসেবে কাজ করা এ তরুণী কেউ খাবারের জন্য ফোন করলেই বেড়িয়ে পড়ছেন।
‘নাফিসা খান একজন বাংলাদেশ’ লেখা ব্যানার লাগানো সিএনজিতে খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে পৌঁছে দেন অসহায় সেই মানুষটির বাড়িতে। তার এই উদ্যোগে মুগ্ধ তামিম ইকবাল। তিনিও আছেন অসহায়দের পাশে।
এবার তামিমের দেওয়া উপহার অসহায় পরিবারের কাছে পৌঁছে দিতে শুরু করেছেন নাফিসা।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুকে নাফিসা লিখলেন, ‘ধন্যবাদ ক্যাপ্টেন তামিম ইকবাল খান। স্যালুট জানাই আপনাকে। দেশের এই সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’ তামিমের উপহারের সঙ্গে একটি চিরকুট যুক্ত করেছেন নাফিসা।
খাদ্য সামগ্রীর সেই উপহারের গায়ে লেখা, ‘আপনার জন্য আমার উপহার, ক্রিকেটার তামিম ইকবাল।’
তামিমের উপহার পৌঁছে দিচ্ছেন রাজধানীর মিরপুর, উত্তরা, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায়। নাফিসা জানান, ‘দেখুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের উপহার আমি পৌঁছে দিয়েছি মিরপুর, উত্তরা, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকার নির্ধারিত কিছু পরিবারের কাছে। ধন্যবাদ ক্যাপ্টেন দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের কাছে উপহার হিসেবে আহার পৌঁছে দেওয়ার জন্য।’
এখন অব্দি এক হাজারেরও বেশি পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন নাফিসা খান। করোনার দুঃসময়ে এবার পেলেন তামিমের সহযোগিতা। ওয়ানডে অধিনায়ক নানাভাবেই আর্ত মানুষের পাশে রয়েছেন।
Discussion about this post