ওয়েস্ট সফরে তিনি নেই বাংলাদেশ দলে। পবিত্র হজ পালন করবেন, তাই বিসিবি থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। শিগগিরই হজ পালন করতে সৌদি আরব যাবেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। তার আগে মানবতার ডাকে সাড়া দিলেন।
হঠাৎ বন্যায় সিলেট ও সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। যারা সরকারি ও বেসরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ অবস্থায় মানবতার ডাকে যোগ দিলেন মুশফিকুর রহিম। জানা গেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে তার এক মাসের বেতন পুরোটাই তুলে দিয়েছেন তিনি।
সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী গণমাধ্যমে বলেন, ‘দেখুন, মুশফিক ভাইয়ের কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’
এর আগে সিলেটবাসীর জন্য প্রার্থনা করে ফেসবুকে মুশফিক লিখেছিলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি।’
Discussion about this post