আজ সেই অভিশপ্ত ১৬ মার্চ। এদনিই এক মর্মান্তিক দুর্ঘটনা না ফেরার দেশে নিয়ে যায় তাকে। যিনি অমিত প্রতিভা নিয়ে পথচলা শুরু করেছিলেন ক্রিকেটে। মনে হচ্ছিল দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট দল পাবে তাকে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা সব এলোমেলো করে দিল। মানজারুল ইসলাম রানা-নামটার সঙ্গে যেন দীর্ঘশ্বাস জড়িয়ে আছে। যে কীনা হয়ে উঠেছিলেন জাতীয় দলের অপরিহার্য এক ক্রিকেটার। কিন্তু কী নিষ্টুর নিয়তি! মাত্র ২২ বছর বয়সেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে।
ইতিহাসে সবচেয়ে কম বয়সে মারা যাওয়া টেস্ট ক্রিকেটার যে তিনিই। সেই রানা ২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।
তাইতো খুলনার কথা আসলেই চলে আসে রানা প্রসঙ্গ। আবু নাসের স্টেডিয়ামের একটা গ্যালারিরও তার নামে করা হয়েছে। খুলনায় খেলা হলেই অপেক্ষায় থাকেন রানার মা। তার ছেলেকে নিশ্চয়ই সবাই মনে করবে। জাতীয় দলের ক্রিকেটাররা সুযোগ পেলেই দেখা করেন রানার মার সঙ্গে। কিন্তু এখনো ছেলেকে খুঁজে ফিরেন তিনি।
রানা জাতীয় দলের হয়ে খেলেছেন ৬ টেস্ট (২৫৭ রান এবং ৫ উইকেট) এবং ২৫ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে করেন ৩৩১ রান এবং নেন ২৩ উইকেট।
Discussion about this post