নিশ্চিত করেই এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা ভুলে যেতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সত্যিকার অর্থেই এটি দুঃস্বপ্নের এক সফর। যেখানে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি কোনটিতেই জয় ধরা দেয়নি। এমন বিপর্যয়ের পর টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান রোববার বলছিলেন, ‘আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। বিচ্ছিন্ন পারফরম্যান্সে এখানে কাজ হবে না। জিততে হলে দল হিসেবে ভালো করতে হবে। পুরো সফরেই আমরা তা করতে পারিনি। এই ম্যাচ সফরেরই ছায়া হয়ে ধরা দিয়েছে।’
দক্ষিণ আফ্রিকায় টেস্টে ৩৩৩ রানে হারে শুরু। তারপর দ্বিতীয়টিতে ইনিংস ও ২৫৪ রানের বিপর্যয়। ওয়ানডে সিরিজে শুরুতেই ১০ উইকেট হার।, পরের দুই ম্যাচে যথাক্রমে ১০৪ ও ২০০ রানে হারের তেতো স্বাদ। প্রথম টি-টুয়েন্টিতে যা একটু লড়াই করে বাংলাদেশ। হার ২০ রানে। শেষ টি-টুয়েন্টিতে ৮৩ রানের পরাজয়।
পেছন ফিরে তাকালেন টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব। বলেন, ‘আমার মনে হয়, একটা বড় কারণ ছিল আমাদের টেস্টে ভালো না করা। ওয়ানডেতে টেস্টের সেই রেশটাই হয়তো বেশিরভাগ খেলোয়াড়ের মনে থেকেছে। তারপর যখন ওয়ানডেও ভালো হল না, তার রেশ টি-টোয়েন্টিতে এলো। এটা ভাইরাসের মতো, একটা থেকে আরেকটায় এসেছে। যদি আমরা টেস্টে ভালো করতাম তাহলে আমি নিশ্চিত ওয়ানডেতে আরও অনেক ভালো করতাম।’
বাংলাদেশ দেশের বাইরে কিছুতেই ভাল খেলতে পারছে না। এনিয়ে সাকিব বললেন,‘দেশের বাইরে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা পারিনি। আমার মনে হয়, এটা আমাদের হতাশার দিক। গত দুই তিন বছর দেশে এত ভালো করে আসছি যে আমরা আশা করেছিলাম যে অন্তত ভালো কিছু করব। অবশ্যই হারতে পারি। খেলার মধ্যে হার-জিত থাকবে। কিন্তু লড়াইয়ের যে স্পিরিট আমাদের মধ্যে থাকে, পুরো সফরেই তার অভাব ছিল। হারের কিংবা খারাপ করার প্রবণতা থেকে আমরা আর বেরই হতে পারিনি কিংবা ঘুরে দাঁড়াতেও পারিনি।’
গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৮ আন্তর্জাতিক ম্যাচের সবটিতেই হারে বাংলাদেশ। এবার হার ৭ ম্যাচে! মাথা নিচু করেই ফিরতে হচ্ছে সাকিবদের।
Discussion about this post