বাংলাদেশের ক্রিকেটে তাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য গৌরবময় মুহূর্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া সেই তিন অভিজ্ঞ তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ-ফেরও ব্যাট-প্যাড হাতে নামতে যাচ্ছেন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লড়াইয়ে।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি আসরে দেখা যাবে তাদের আবার মাঠে। যদিও আন্তর্জাতিক ফরম্যাটে তারা আর নেই, তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তারা এখনো বড় নাম, বড় প্রেরণা।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ বৃহস্পতিবার বলেন, ‘আশা করছি ওরা তিনজনই খেলবে। তামিমের সাথে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এখনো কিছু বলেনি, তবে মনে হচ্ছে সেও খেলবে। খেলা উচিত।’
এনসিএলের এই টি-টোয়েন্টি আসরের সম্ভাব্য সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর এবং শেষ হতে পারে ৪ অক্টোবর। অংশ নেবে দেশের আটটি বিভাগীয় দল, ঠিক আগের বছরের মতো। উল্লেখযোগ্য বিষয় হলো, গতবার এই টুর্নামেন্ট আইসিসির কাছ থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তামিম ইকবাল চলতি বছরের শুরুতে শারীরিক অসুস্থতায় ভুগলেও এখন আবার খেলার জন্য প্রস্তুত। মুশফিক, যিনি বরাবরই পেশাদারিত্বে উদাহরণ, রাজশাহীর পরিবর্তে এবার সিলেটের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। আর রিয়াদ যদিও তার সঙ্গে সরাসরি আলোচনা না হলেও মিরপুরে তার নিয়মিত অনুশীলনই প্রমাণ করে এনসিএলকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জাতীয় দলের মূল স্কোয়াড তখন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত থাকবে, তাই ঘরোয়া এই লিগে তরুণদের পাশাপাশি হয়তো মাঠ মাতাবেন তামিম, মুশফিক ও রিয়াদ!
Discussion about this post