একদিন আগেই মাঠে এসেছিলেন তিনি। তবে অনুশীলনে দেখা যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে চোট পেয়ে বিপাকেই ছিলেন সাকিব আল হাসান। তার তর্জনীর চোট ঠিক হয়নি। এ কারণেই খেলতে পারছেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তবে একই দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলতে প্রস্ততি শুরু হয়ে গেছে তার।
সাকিবের আঙুলেরও উন্নতি হয়েছে। এক্সরে দেখার পর ওয়ানডে সিরিজে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘আমি ওর আঙুলের এক্স রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে ও খেলতে পারবে।’
বৃহস্পতিবার সকালে মিরপুরের শেরেবাংলায় এসে জিম রানিং করেন সাকিব। উইকেটও দেখতে দেখা গেছে তাকে। প্রধান পিচ কিউরেটর গামিনি দ্য সিলভার সঙ্গেও কথা বলেন তিনি। আগের দিন মঙ্গলবার মিরপুর এসে সতীর্থদের অনুশীলন দেখেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও কথা বলেন তিনি।
তার পথ ধরে প্রধান চিকিৎসক দেবাশীষ বলেন, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটা তো মূল চ্যালেঞ্জ। আর ফ্র্যাকচার নিয়ে খুব একটা সমস্যা হবে না। এটা তো সাধারণ ফ্র্যাকচার ছিল। দুই-একদিনের মধ্যে রিহ্যাব শুরু করে দেবো। দেশের বাইরে থাকায় তো সাকিবের অনেকদিন ফিটনেস অনুশীলন করা হয়নি। এজন্য আগে ফিটনেস ঠিক করতে হবে। এর সঙ্গে ১-২ দিনের মধ্যে ফিজিওর তত্ত্বাবধানে আঙুলের চোটের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। যেখানে সাকিব না খেলায় নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এই টেস্ট খেলে আফগানিস্তান চলে যাবে ভারত। তারপরজুলাইয়ের প্রথম সপ্তাহে আবার বাংলাদেশ সফরে ফের আসবে আফগানিস্তান দল। ৫ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ দুটি ম্যাচ ৮ ও ১১ জুলাই। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর ১৪ ও ১৬ জুলাই সিলেটে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। টেস্ট না খেললেও বাকি দুই সিরিজে থাকছেন সাকিব!
Discussion about this post