ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার মিরপুরের শেরেবাংলায় এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক অর্জন যোগ হলো মুশফিকুর রহিমের নামের পাশে। একাদশে থেকেই এই উইকেটকিপার-ব্যাটসম্যান স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজার একটি রেকর্ড।
উইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ওয়ানডে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড সেদিনই নিজের করে নেন। পেছনে ফেলেন মাশরাফি বিন মুর্তজাকে। ২১৮ ওয়ানডে খেলে আগের রেকর্ড গড়েন ম্যাশ।
বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেললেও মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে ম্যাচ খেলেন ২২০টি। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেন তিনি এশিয়া একাদশের হয়ে। এ ম্যাচ দিয়ে ২২০ ম্যাচ হয়ে গেল মুশফিকের। কোনও বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন যৌথভাবে মাশরাফি ও মুশফিকের দখলে।
উইন্ডিজের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি তামিম ইকবালের ২০৯তম ওয়ানডে, সাকিবের ২০৮তম।
সব ঠিক থাকলে চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেললেই রেকর্ডটি এককভাবে হয়ে যাবে মুশফিকের। উঠে যাবেন তিনি অনন্য উচ্চতায়!
West Indies have opted to bat in the second #BANvWI ODI.
Can the visitors restore parity to the series today? 🤔 pic.twitter.com/IBJmuIRoJq
— ICC (@ICC) January 22, 2021
Discussion about this post