ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান সফরে যাননি তিনি। নিরাপত্তা নিয়ে শঙ্কা শঙ্কা ছিল পরিবারের। এ কারণেই নিজেকে সরিয়ে নেন মুশফিকুর রহিম। তার পরই অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। কিছুটা সময় থাকতে হয় মাঠের বাইরে। চোট কাটিয়ে উঠলেন মুশফিক। সুখবর মিলল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় পর্বেই মাঠে দেখা যাবে মুশফিককে।
বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন মুশফিক। একই চোট কাটিয়ে মাঠে ফিরছেন ইমরুল কায়েস। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মুশফিক ও ইমরুল দুজনেরই হ্যামস্ট্রিং ও পায়ের পেশিতে চোট ছিল। কিছুদিন ওদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। মুশফিকের চোট গ্রেড-ওয়ান হওয়ায় শঙ্কা ছিল। মনে হচ্ছিল সুস্থ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাগবে। কিন্তু সুখবর হলো পরীক্ষায় পাশ করেছেন তারা। দুজনই খেলার জন্য ফিট।’
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মুশফিক। যে কারণে এ ডানহাতি চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘মুশফিক ও ইমরুলের হ্যামস্ট্রিং আর পায়ের পেশির সমস্যা ছিল। এর মধ্যে ওদের পুনর্বাসনপ্রক্রিয়াও চলছিল। মুশফিকের চোট গ্রেড-ওয়ান হওয়ায় আমরা আশা করেছিলাম, সুস্থ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাগবে। ইমরুলের চোটে আরও সময় লাগতে পারত। আজ দুজনেরই পরীক্ষা নেওয়া হয়েছে। খুব সন্তোষজনকভাবে ওরা পরীক্ষায় উতরে গেছে। এখন দুজনই খেলার জন্য ফিট আছে।’
মুশফিকের ভাবনায় এখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। বলেন, ‘যদি সব ঠিক থাকে, তা হলে মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেব। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলব। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ আমি দেখছি না। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। দলে সুযোগ পাওয়া না পাওয়া আমার হাতে নেই। তবে আমার চেষ্টা থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার। শুধু টেস্ট না তিন ফরম্যাটই খেলতে চাই। সুযোগ পেলে সেরাটা দিয়েই খেলব। এখানে না খেলার কোনো কারণ দেখি না।’
৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ঘরের জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। এদিকে আবার এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে যাবেন মুমিনুল হকরা। তাই টানা তিন টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী নন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
Discussion about this post