বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহী ঠিকঠাক ছন্দে নেই। সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিড়ম্বনা। এনিয়ে ক্রিকেটাররা প্রতিবাদ করলে গণমাধ্যমেও এসেছে সেই খবর। তারমধ্যে মাঠের ক্রিকেটেও সুখবর নেই তাদের। প্রথম ৮ ম্যাচে মাত্র ৩ জয়। রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে দল হেরেছে ৭ রানে।
এরইমধ্যে আজ সোমবার টুর্নামেন্টের মাঝ পথে এসে হঠাৎ অধিনায়ক পরিবর্তন করেছে ফ্রাঞ্চাইজিটি। এনামুল হক বিজয় অধিনায়কত্ব ছাড়লেন। বিপিএলের বাকি অংশে রাজশাহীর নতুন অধিনায়ক হলেন তাসকিন আহমেদ।
আজ সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটি জানিয়েছে-ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্দান্ত ফর্মে আছেন বিজয়। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।
ওই ম্যাচের পর পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে ব্যাটিংয়ে মনোযোগী হন তিনি। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদ। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও এই পেসার।
৮ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রাজশাহী।
Discussion about this post