এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। শুধু গুরুত্বপূর্ণ ম্যাচ বলেই নয়, এই লড়াই ঘিরে আলাদা উত্তেজনা আছে সমর্থকদের মাঝে। কারণ, বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার লিটন দাস ও তাসকিন আহমেদ দাঁড়িয়ে আছেন বড় দুটি মাইলফলকের একেবারে দ্বারপ্রান্তে।
ব্যাট হাতে রেকর্ডের হাতছানি লিটনের সামনে। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে তার দরকার আর মাত্র ১৯ রান। বর্তমানে তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান, যার ঝুলিতে আছে ২ হাজার ৫৫১ রান। লিটনের সংগ্রহ ২ হাজার ৫২৪। আজকের ম্যাচে তিনি যদি নিজের ব্যাট থেকে ছোট্ট এক ইনিংসও খেলতে পারেন, তবে নাম উঠে যাবে ইতিহাসের পাতায়।
লিটনের সাম্প্রতিক ফর্মও দিচ্ছে আশার আলো। হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের দারুণ ইনিংস খেলে তিনি ইতিমধ্যেই ভেঙেছেন সাকিবের সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ড। এখন লিটনের অর্ধশতক ১৫টি, সাকিবের রয়েছে ১৩টি। শুধু তাই নয়, ছক্কার তালিকাতেও তিনি সবার ওপরে। ৭৮টি ছক্কা মেরে ছাড়িয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে।
অন্যদিকে বল হাতে একই দিনে ইতিহাস লেখার সুযোগ আছে তাসকিন আহমেদেরও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকারের স্বপ্ন পূরণ করতে তার দরকার মাত্র ২টি উইকেট।
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তিনিই হবেন এই কীর্তির অধিকারী। ২০১৪ সালে অভিষেক হওয়া তাসকিন এখন পর্যন্ত ৮০ ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট। তার ক্যারিয়ারের
Discussion about this post