ক্রিকেট ময়দানেও এখন যেন সেই পুরোনো বচন-শেষ কথা বলা কিছু নেই। এই যেমন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার সংক্রমণে মাঝপথে থমকে দাঁড়িয়েছিল আসর। কিন্তু কে জানতো বিশ্বকাপের ঠিক আগে ফের বাকি অংশটুকু হবে। স্থগিত হয়ে যাওয়া আইপিএলের চতুর্দশ আসরের বাকি অংশ শুরু হচ্ছে রোববার। সংযুক্ত আরব আমিরাতে মরুর বুকে জমবে চার-ছক্কার লড়াই!
ভারতে ২৯ ম্যাচের পর আইপিএল স্থগিত করে দেয় আয়োজকরা। চার মাস পর সেই আইপিএলের বাকি ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।এমনিতে রোববার থেকেই ব্যস্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের ক্রিকেট। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। তার আগে ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচে শুরু এবারের ধামাকা। এরইমধ্যে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান গেলেন আইপিএলে। অবশ্য এই সময়টাতে খেলছেন না বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জোফরা আর্চার ও ক্রিস ওকসের মতো বড় তারকারা।
আগের মতো সাকিব আল হাসান এবার খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। স্থগিত হওয়ার আগে তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান। বল হাতে নেন দুই উইকেট। মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। তিনি বেশ সফল। ৭ ম্যাচ উইকেট নিয়েছেন ৮টি।
এদিকে দর্শক ফিরছে আইপিএলে। দুবাই ও শারজায় আইপিএলের বেশিরভাগ ম্যাচের ন্যূনতম টিকিট মূল্য ২০০ দিরহাম। আবুধাবিতে টিকিটের দাম ৬০ দিরহাম।
# অরেঞ্জ ক্যাপ: ৮ ম্যাচে সবচেয়ে বেশি ৩৮০ রান করে অরেঞ্জ ক্যাপ ধরে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান।
# পার্পল ক্যাপ: ৭ ম্যাচে সবথেকে বেশি ১৭টি উইকেট নিয়ে বেগুনি টুপি ধরে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার্ষাল প্যাটেল।
Discussion about this post