ওয়াকা গ্রাউন্ডে লো স্কোরিং দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। রোববারের এই জয় দিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল প্রোটিয়ারা।
ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে অজিরা ৪১.৪ ওভারে মাত্র ১৫৪ রান তুলে অল আউট হয়ে যায়। পেসার মর্নে মরকেল শেষ করে দেন স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ক্যারিয়ারসেরা ২১ রানে ৫ উইকেট নেন তিনি। পেস সহায়ক উইকেটে ডেল স্টেইন নেন ৩৫ রানে ৩ উইকেট। মিশেল মার্শের ব্যাট থেকে আসে ৬৭।
এরপর অজি পেসার জশ হ্যাজেলউডও বেশ জবাব দিয়েছিলেন। তার শিকার ৩১ রানে ৫ উইকেট। তবে সতীর্থদের সহায়তা পাননি। তাইতো ২৭.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচসেরা মর্নে মরকেল। সিরিজের তৃতীয় ওয়ানডে ১৯ নভেম্বর ক্যানাবেরায়।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া : ১৫৪/১০, ৪১.৪ ওভার (মার্শ ৬৭, বেইলি ২৫, ওয়েড ১৯; মরকেল ৫/২১, স্টেইন ৩/৩৫)।
দক্ষিণ আফ্রিকা : ১৫৭/৭, ২৭.৪ ওভার (ডি ভিলিয়ার্স ৪৮, রুশো ৩০, মিলার ২২*, ডু প্লেসিস ১৯; হ্যাজেলউড ৫/৩১)।
ফল : দ. আফ্রিকা ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মর্নে মরকেল।
Discussion about this post