ব্যাক্তিগত জীবনের সেরা সময়টাই এখন কাটাচ্ছেন তিনি। এখনো বিয়ের ছুটিতেই আছেন। মধুচন্দ্রিমা চলছে মুশফিকুর রহীমের। কিন্তু অন্যপ্রান্তে তার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ।
আসলে ঘোষণাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বলা হচ্ছে অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিক। ধারাবাহিকভাবে দল ব্যর্থ হওয়ায় টেস্ট ও ওয়ানডেতে আলাদা নেতৃত্ব বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বোর্ড সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যেমনটা বলছিলেন বোর্ড কর্তা নাজমুল হাসান পাপন, ‘আমরা ওয়ানডে ও টেস্টের জন্যে আলাদা অধিনায়কের কথা চিন্তা করছি।’
ধারনা করা হচ্ছে ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজাতেই ফিরে যেতে পারে বাংলাদেশ। তাকেই ফের করা হতে পারে অধিনায়ক। এখন তারই নেতৃত্বে এশিয়ান গেমস খেলতে গেছে দল।
এখন অবশ্য এসব ভাবার সময় কোথায় মুশফিকের। বিয়ের ইনিংস নিয়েই ব্যস্ত তিনি। প্রানভরে সময়টা উপভোগ করে যাচ্ছেন। এইতো সেদিন গায়ে হলুদে নববধূ জান্নাতুল কিফায়াতকে সঙ্গে নিয়ে নাচলেন বাংলাদেশ অধিনায়ক। সময়ের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের গাওয়া এক ভিলেন ছবির ‘পাল দো পাল’ গানটির সঙ্গে নাচলেন তারা।
শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদক যেমনটা লিখেছে- ”প্রথমে মঞ্চে ওঠেন মুশফিক। বাঁ প্রান্তে ছিলেন তিনি। ডান প্রান্ত দিয়ে মঞ্চে প্রবেশ করেন কিফায়াত। এ সময় বন্ধু-স্বজনেরা চিৎকার করে দুজনকে উৎসাহ দেন। তারপর দুজনে দুর্দান্তভাবে নেচে চলেন।
এই নাচের ভিডিও মুশফিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। তাতে কিছু কিছু মন্তব্যকারী হিন্দি গানের বদলে বাংলা গানে নাচলে মুশফিক ভালো করতেন বলে সমালোচনাও করেছেন। তবে বেশির ভাগ মন্তব্যকারী এ ধরনের নেতিবাচক মন্তব্য না করতে, বিষয়টিকে এতটা গুরুতরভাবে না দেখার কথা লিখেছেন।”
এইতো ২৭ সেপ্টেম্বর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে হল বৌ-ভাত। এর আগে বুধবারের গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জাতীয় দলের প্রায় সব সতীর্থরাই।
স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়ে হলুদের অনুষ্ঠানে। এই সতীর্থের স্ত্রীর ছোট বোন মন্ডি।
এরপরই জানা-শোনা। ভাললাগা, প্রেম। তারপর পারিবারিকভাবেই এই সম্পর্ক বিয়েতে গড়াল। গত বছরের অক্টোবরে বাগদান হয়েছিল তাদের।
মুশফিকের স্ত্রী রাজধানীর প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। মন্ডির বাবা কৃষিবিদ ফজলুর রহমান। মা নাজনীন আক্তার জলী।
এদিকে বিয়ের অনুষ্ঠান এখনই শেষ হচ্ছে না। মুশফিকের নিজ শহর বগুড়ায় ১০ অক্টোবর আরেক আয়োজন।
http://youtu.be/n1zLWWad15Y
Discussion about this post