ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঈন আলি, আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত এক নাম। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার ধার্মিকও। ইসলাম ধর্মের একান্ত অনুসারী তিনি। আর একজন মুসলিমের জন্য অ্যালকোহল নিষিদ্ধ। ধর্মের কথা মেনে যেহেতু অ্যালকোহল থেকে দূরে থাকেন মঈন। বিয়ার বা মদ প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী প্রচারে তার ঘোর আপত্তি। এ কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের কাছে তার জার্সি থেকে বিয়ার প্রস্তুতকারক সংস্থার লোগো সরানোর অনুরোধ করলেন মঈন।
এর আগেও জাতীয় দল হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি দল সব জায়গাতেই জার্সিতে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো থেকে সবসময় বিরত থেকেছেন তিনি। আইপিএলে তার নতুন ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও এমনটা করছেন। মঈনের অনুরোধ মেনে তার জার্সি থেকে বিয়ার প্রস্তুতকারক সংস্থার লোগো সরানোর সিদ্ধান্ত নিয়েছে দলটির কর্তৃপক্ষ। সতীর্থদের জার্সিতে থাকলেও মঈনের জার্সিতে সংশ্লিষ্ট সংস্থার লোগো থাকছে না।
চেন্নাইজাত এসএনজি ডিস্টিলারিজ সংস্থার তৈরি বিয়ার এসএনজি ১০০০০’র লোগো থাকছে মহেন্দ্র সিং ধোনিদের জার্সিতে।
মঈন আলিকে দলে রেখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার আইপিএলের নিলামে ৭ কোটি রূপিতে এই স্পিনিং অল-রাউন্ডারকে নিয়েছে সিএসকে। এর আগে ব্যাঙ্গালোরের হয়ে তিনটি মরশুমে ১৯ আইপিএল ম্যাচ খেলেন ৩৩ বছরের মঈন।করেছেন ৩০৯ রান আর ১০ উইকেট।
চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়ে মঈন বলেন, ‘ধোনির নেতৃত্বে খেলা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমি জেনেছি কীভাবে ও দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি করতে সাহায্য করে। আমার বিশ্বাস অসাধারণ অধিনায়কেরা এমনই হয়ে থাকে। আমি মাঠে নামতে মুখিয়ে আছি।’
Discussion about this post